ঢাকা- ১৮ উপনির্বাচন: খিলক্ষেতে আ.লীগ প্রার্থী হাবীবের গণসংযোগ

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০২০, ২০:০৫

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবীব হাসান রবিবার দিনব্যাপী খিলক্ষেত থানা এলাকায় গণসংযোগ করেছেন। খিলক্ষেত থানার ৯৬ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোট চান।

এই ওয়ার্ডে ঢাকা সিটি করপোরেশন এলাকার পাশাপাশি বেশ কয়েকটি গ্রামও রয়েছে। গণসংযোগে হাবীব হাসান এলাকার মসজিদ, বাজার এবং পাড়া-মহল্লার উল্লেখযোগ্য মোড়গুলোতে ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করেন। এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনের উপ-নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ভোট হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয় আসনটি। ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ ও ১৭ নম্বর ওয়ার্ড, দক্ষিণখান, খিলক্ষেত, বিমানবন্দর, তুরাগ, উত্তরা এবং উত্তরখান থানা এলাকা নিয়ে গঠিত।

গণসংযোগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস.এম মান্নান কচি, সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক সম্পাদক উলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি, সাবেক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইকবাল খান চৌধুরী, সাবেক উপ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা, সাবেক সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মিজানুর রহমান চাঁন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম।

সভায় সভাপতিত্ব করেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী দেওয়ান, সভা পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনা করেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইসহাক , ৯৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান দর্জি, ৯৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম, ৪৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন , খিলক্ষেত থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন মাতব্বর, সহ-সভাপতি মতিউর রহমান, সামসুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সায়েম দর্জি, আইনবিষয়ক সম্পাদক এনামুল হক দর্জি , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, মো. উজ্জ্বল, দপ্তর সম্পাদক নুরুউদ্দীন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম রিপন, কার্যনির্বাহী সদস্য মাসুম বিল্লাহ, ৯৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোতালেব বেপারী, মো. রকিব , অর্থ সম্পাদক মো. রমিজ উদ্দিন দর্জি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সম্পাদক মিজানুর রহমান মুকুল বেপারী, খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাছান দেওয়ান, সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ হারুন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ৯৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহ্বায়ক সৈয়দ ইকবাল হোসেন স্বপন, যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান রেজা, সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান বুলবুল, সাজ্জাদ হোসেন সনি, সুমিত চৌধুরী, প্রবীণ আওয়ামী লীগ নেতা কিয়াম উদ্দিন বেপারী, সিরাজ উদ্দিন বেপারী, রিয়াজ উদ্দিন দর্জি, আকরাম হোসেন, সেলিম চাকলাদার, বশির মোল্লা, ইকবাল হোসেন, শাহজাহান শাহ, মো. কোয়েল, মো. কবির হোসেন, মো. মাহবুব, মো. আল আমিন, সাইফুল ইসলাম, মো. নাসির, ফারুক নেওয়াজসহ সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। ওই এলাকায় অলি-গলিতে লিফলেটও বিতরণ করেন তারা।

(ঢাকাটাইমস/১নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :