নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২০, ২০:০৫
অ- অ+

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের তিন দিন পর জামশেদ উদ্দিন (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কমর আলি ভূঁইয়া বাড়ির নুরুজ্জামানের পুত্র।

শনিবার দুপুর আড়াইটার সময় বশরতনগর সমুদ্র উপকূল থেকে মৃতের লাশ উদ্ধার করে পুলিশ।

গত ১১ নভেম্বর সন্ধ্যায় স্বামী জামশেদ উদ্দিন তার স্ত্রী রুবি আক্তারকে ফোন করে ১০-১২ জনের জন্য রান্না করতে বলেন। রান্না শেষে জামশেদের স্ত্রী রুবি আক্তার মোবাইলে বারবার ফোন করে না পেয়ে পরদিন থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে একটি অভিযোগ করেন।

এদিকে নিখোঁজের ৪র্থ দিনে স্বামীকে না পেয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবে স্বামীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে করেন নিহতের স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে শেষে সমুদ্র উপকূলে মৃতদেহের সন্ধান পাওয়া গেছে এমন খবরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বস্তাবন্দি লাশটি থেকে চারিদিকে পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বস্তা কেটে লাশটি বের করলে নিহতের ছোট ভাই নাছির লাশটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন।

এদিকে মডেল থানার উপ-পরিদর্শক হারুন জানান, নিহতের ছোট ভাই লাশটি শনাক্ত করেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য আমরা চমেক হাসপাতালে প্রেরণ করি।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাদশে ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা