টেকনাফে আবাসিক হোটেলে যুবকের লাশ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২০, ২২:০৬
অ- অ+

কক্সবাজারের টেকনাফে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌর এলাকার আবাসিক হোটেলের ১১০নং কক্ষ থেকে মোহাম্মদ মানিকের (২০) গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার জুম্মাপুর গ্রামের দুদু মিয়ার পুত্র তিনি।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এই ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, প্রায় মাস দেড়েক ধরে এই যুবক, তার ভাই ও দুলা ভাই মিলে টেকনাফ পৌর এলাকায় ফল-ফলাদি বিক্রি করে আসছে। দুপুরে খাবারের ভাত রান্না করার বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তাকে গালমন্দ করে ভাত রান্না করার জন্য হোটেলে পাঠানো হয়।

এদিকে দুপুর গড়িয়ে বিকাল হলেও তিনি ফিরে না আসায় তাকে খুঁজতে রুমে যায়। সেখানে গলায় গামছা প্যাছানো ঝুলন্ত অবস্থা মৃতদেহ পায়। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা