বিয়ে করছেন অনির্বাণ, পাত্রী কে?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২০, ১১:৫৯
অ- অ+

সিনেমা ও নাটকে চরিত্রের খাতিরে অনেক বারই বিয়ে করতে হয়েছে কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। তবে এবার আর পর্দায় নয়, বাস্তবেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা। টলিপাড়ার অন্দরে কান পাতলে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে।

কিন্তু কাকে বিয়ে করছেন অভিনেতা? ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনির্বাণ। আগামী ২৬ নভেম্বর বিয়ের দিন ঠিক করা হয়েছে বলে খবর। যদিও অনির্বাণ নিজে এ নিয়ে মুখ খোলেননি।

অভিনেতার হবু বউ মধুরিমা গোস্বামী অভিনয় জগতের মানুষ। কাজ করেন ছোটপর্দায়। অভিনয়ের সূত্র ধরেই মধুরিমার সঙ্গে অনির্বাণের পরিচয়। বহু নাটকে একসঙ্গে কাজ করেছেন তারা। একসঙ্গে নাটকের প্রযোজনাও করেছেন।

তবে মন্ত্রোচ্চারণ বা সাতপাক ঘুরে বিয়ে নয়, ২৬ নভেম্বর মধুরিমা-অনির্বাণ আইনি বিয়ে সারছেন বলে খবর। আগামী বৃহস্পতিবার সল্টলেকে ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে ছোট্ট এবং ঘরোয়া আয়োজনের মধ্যে দিয়ে হবে বিয়ের অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠরা।

ঢাকাটাইমস/২১নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা