ইব্রাহিমোভিচের জোড়া গোলে নাপোলিকে হারালো মিলান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২০, ২০:৩৫
অ- অ+

সিরি-এ লিগে ইব্রার জোড়া গোলে রোববার রাতে নাপোলিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে এসি মিলান। নাপোলির বিপক্ষে জোড়া গোল করলেন ইব্রাহিমোভিচ। বাকি একটি গোল এসেছে জেনস পিটার হগ। চলতি মৌসুমে ৬ ম্যাচে ইব্রার গোল সংখ্যা এখন ১০।

রোববারের ম্যাচে এসি মিলানকে লিড এনে দেন ইব্রাই। ২০তম মিনিটের সময় ডি-বক্সের কোনা থেকে দারুণ এক হেডে বলকে নাপোলির জালে জড়ান ইব্রা। সেই গোল প্রথমার্ধে শোধ করতে পারেনি নাপোলি। ১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমেই নাপোলি শিবিরে সেই ইব্রার আঘাত। ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৬৩ মিনিটে এক গোল শোধ করে নাপোলির ড্রিস ম্যার্টিনস।

শেষ মুহূর্তে জেনস পিটার হগের গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান। এই জয়ের সুবাদে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে এসি মিলান। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে নাপোলি।

(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা