শিশির নিয়ে উদ্বিগ্ন তামিম

বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে জেঁকে বসেছে শীত। রাজধানী ঢাকায় শীতের কাঁপুনি না থাকলেও আছে শিশিরের প্রাদুর্ভাব। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে আলোচনার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই শিশির।
বোলারদের সুবিধা-অসুবিধার নিয়ামক হয়ে দাঁড়ায় বলে ক্রিকেটে শিশিরের আছে বড় ভূমিকা। এই সময়ে ফ্লাড লাইটের আলোয় খেলা মানেই শিশির ম্যাচের বড় প্রভাবক হয়ে ওঠা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফ্লাডলাইটের আলোর নিচে প্রথম ম্যাচে মঙ্গলবার (২৪ নভেম্বর) মুখোমুখি হবে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। তার আগে শিশির নিয়ে কিছুটা উদ্বেগ জানিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। রাতের আলোর নিচে তথা প্রতিদিনের দ্বিতীয় ম্যাচে শিশিরের বড় প্রভাব থাকবে বলে মনে করছেন তিনি।
তামিম বলেন, ‘প্রথম ম্যাচটা সবসময়ই কঠিন হয়। কারণ প্রথম ম্যাচের আগে তো ওভাবে বোঝা যায় না শিশির কতটা ভূমিকা রাখবে। আলোর নিচে আমরা এখন পর্যন্ত অনুশীলন করিনি। আশা করছি ওরকম হবে না, যদি হয় তাহলে প্রথম ম্যাচে ওটা জাজ করা একটু কঠিন। আর বিশেষ করে আপনি যখন সেকেন্ড ম্যাচ খেলছেন। কমবেশি দুই ইনিংসেই শিশিরের ভূমিকা থাকে। হয়তো প্রথম ইসিংসে একটু কম থাকে।’
শিশির বড় ভূমিকা রাখে টসের সিদ্ধান্তেও। তবে সেজন্য প্রথম দিনের খেলার দিকে নজর রাখতে হবে দলগুলোকে। তামিম বলেন, ‘কালকের পরে দেখবেন অনেক ধরনের বিষয় পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পারবেন যে কি হচ্ছে। যেহেতু প্রথম ম্যাচ আমাদের দেখতে হবে এসব বিষয় পাশে রেখে যেন ভালো খেলা খেলতে পারি।’
(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এআইএ)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

তাসকিনকে টি-টেন খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি

সৌদির ৬২ কোটি টাকার অফারে রাজি নন রোনালদো

প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট

রুটের হাফ-সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা

ফেরার সম্ভাবনা সাইফউদ্দিনের, অনিশ্চিত শরিফুল-মেহেদি

হোমভেন্যুতে বসুন্ধরা কিংসের প্রথম জয়

মৃত্যুর তিনমাস আগে ম্যারাডোনার সই নকল

নিজেকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন সিরাজ

চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দল
