শিশির নিয়ে উদ্বিগ্ন তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২০, ১১:৩৬| আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১২:৪৪
অ- অ+

বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে জেঁকে বসেছে শীত। রাজধানী ঢাকায় শীতের কাঁপুনি না থাকলেও আছে শিশিরের প্রাদুর্ভাব। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে আলোচনার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই শিশির।

বোলারদের সুবিধা-অসুবিধার নিয়ামক হয়ে দাঁড়ায় বলে ক্রিকেটে শিশিরের আছে বড় ভূমিকা। এই সময়ে ফ্লাড লাইটের আলোয় খেলা মানেই শিশির ম্যাচের বড় প্রভাবক হয়ে ওঠা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফ্লাডলাইটের আলোর নিচে প্রথম ম্যাচে মঙ্গলবার (২৪ নভেম্বর) মুখোমুখি হবে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। তার আগে শিশির নিয়ে কিছুটা উদ্বেগ জানিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। রাতের আলোর নিচে তথা প্রতিদিনের দ্বিতীয় ম্যাচে শিশিরের বড় প্রভাব থাকবে বলে মনে করছেন তিনি।

তামিম বলেন, ‘প্রথম ম্যাচটা সবসময়ই কঠিন হয়। কারণ প্রথম ম্যাচের আগে তো ওভাবে বোঝা যায় না শিশির কতটা ভূমিকা রাখবে। আলোর নিচে আমরা এখন পর্যন্ত অনুশীলন করিনি। আশা করছি ওরকম হবে না, যদি হয় তাহলে প্রথম ম্যাচে ওটা জাজ করা একটু কঠিন। আর বিশেষ করে আপনি যখন সেকেন্ড ম্যাচ খেলছেন। কমবেশি দুই ইনিংসেই শিশিরের ভূমিকা থাকে। হয়তো প্রথম ইসিংসে একটু কম থাকে।’

শিশির বড় ভূমিকা রাখে টসের সিদ্ধান্তেও। তবে সেজন্য প্রথম দিনের খেলার দিকে নজর রাখতে হবে দলগুলোকে। তামিম বলেন, ‘কালকের পরে দেখবেন অনেক ধরনের বিষয় পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পারবেন যে কি হচ্ছে। যেহেতু প্রথম ম্যাচ আমাদের দেখতে হবে এসব বিষয় পাশে রেখে যেন ভালো খেলা খেলতে পারি।’

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা