হ্যাটট্রিক জয়ের সুযোগ রাজশাহীর, প্রথম জয়ে চোখ বরিশালের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০, ২০:০৯| আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০৮:৪৫
অ- অ+

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ২ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনাকে ৬ উইকেটে হারায় তারা। নাজমুল হোসেন শান্তর দলের সামনে এবার হ্যাটট্রিক জয়ের সুযোগ।

অন্যদিকে, তামিম ইকবালের দল ফরচুন বরিশাল এখন পর্যন্ত ১টি ম্যাচ খেলেছে। খুলনার বিপক্ষে ওই ম্যাচে তারা ৪ উইকেটে হেরেছিল। তাই তামিমদের চোখ প্রথম জয় তুলে নেয়ার। এমন সমীকরণ সামনে রেখে আজ (শনিবার) মুখোমুখি হবে রাজশাহী ও বরিশাল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি ‍শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হয়েছিলো রাজশাহী। মেহেদি হাসানের দুর্দান্ত ব্যাটিংএ ৯ উইকেটে ১৬৯ রানের বড় সংগ্রহই পায় তারা। সাত নম্বরে নামা মেহেদি ৩২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫০ রান করেন।

রাজশাহী দলের স্পিনার স্পিনার আরাফাত সানি বলেছেন, ‘যেহেতু দুইটা ম্যাচ জিতেছি, পরের ম্যাচে আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে জয় পাওয়ার। আমাদের জায়গা থেকে নিজ নিজ সেক্টরে সেরাটা দেওয়ার চেষ্টা করব ইনশায়াল্লাহ।’

জয় দিয়ে টুর্নামেন্টের শুরুটা করতে পারতো তামিম ইকবালের বরিশাল। কিন্তু দুভার্গ্য সঙ্গী ছিল তামিমের দলের। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রান করে বরিশাল। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারের মুখে পড়ে খুলনা। শেষ ওভারে ২২ রান প্রয়োজন পড়ে খুলনার। এতে জয় দেখছিল বরিশাল। শেষ ওভারে চার ছক্কা মেরে বরিশালকে জয় বঞ্চিত করেন আরিফুল হক। ২টি চার ও ৪টি ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৪৮ রান করেন খুলনার আরিফুল।

(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা