টুর্নামেন্টের মাঝে ফিরতে পারেন সাইফউদ্দিন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে ওয়ার্ম আপের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পান মোহাম্মদ সাইফউদ্দিন। তখন আশা করা হয়েছিল, দলের তিন ম্যাচ পরই মাঠে ফিরতে পারেন সাইফউদ্দিন। দুই জয় ও এক পরাজয়ে দল তিনটি ম্যাচ শেষ করেছে। তবে বাড়ছে সাইফউদ্দিনকে পাওয়ার অপেক্ষা।
গত ২২ নভেম্বর মিরপুর একাডেমি মাঠে মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে অনুশীলনের সময় ওয়ার্ম আপের সময় চোট পান সাইফউদ্দিন। মাঠেই নিয়েছিলেন প্রাথমিক চিকিৎসা। তবে মাঠ ছাড়তে হয়েছিল ক্রাচে ভর দিয়ে। চোটের অবস্থা জানতে স্ক্যান করানোর কথা থাকলেও বায়ো বাবল ভাঙতে হবে বলে স্ক্যান করাননি, ছিলেন পর্যবেক্ষণে।
রবিবার (২৯ নভেম্বর) মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার জানিয়েছেন সাইফউদ্দিনের চোটের সর্বশেষ অবস্থা। হান্নান জানান, সাইফউদ্দিন এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন। বিসিবির আঙ্কেল ইনজুরি পুনর্বাসন প্রটোকল অনুযায়ী দলের ফিজিও পুনর্বাসন প্রক্রিয়া তদারকি করছেন, খোঁজখবর নিচ্ছেন বিসিবির ফিজিও, ফিজিশিয়ান ও ট্রেনাররা।
সাইফউদ্দিন তাহলে কবে ফিরছেন? সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা না গেলেও হান্নান জানিয়েছেন, টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে মাঠে ফিরতে পারেন এই অলরাউন্ডার। সেক্ষেত্রে আরও একটি বা দুটি ম্যাচে তাকে পাবে না রাজশাহী। বিসিবির ফিটনেস প্রটোকল অনুযায়ী যখন উত্তীর্ণ হবে তার ফিটনেস, ঠিক তখনই শুরু করবেন খেলা।
(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/এআইএ)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

অনূর্ধ্ব ১৮ টেনিসে দেশসেরা ঝালকাঠির সুস্মিতা

ইনজুরি সম্পর্কে সকালে বোঝা যাবে: সাকিব

তামিমের কণ্ঠে তবুও আক্ষেপ

ব্যাটিংয়ে সেরা তামিম, বোলিংয়ে মিরাজ

ম্যাচসেরা মুশফিক, সিরিজ সেরা সাকিব

বিশ্বকাপ সুপার লিগের টেবিলে দ্বিতীয় বাংলাদেশ

প্রতাপ ছড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ বাংলাদেশের

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ
