নতুন গান নিয়ে আসছেন বাবু

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ১৩:০০| আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৩:৪০
অ- অ+

ছোট ও বড় পর্দার জনপ্রিয় একজন অভিনেতা ফজলুর রহমান বাবু। তবে বড়পর্দায় সেভাবে নিয়মিত না হলেও ছোটপর্দায় তিনি নিয়মিতই কাজ করছেন। পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা। মাঝে মাঝেই তিনি গান শুনিয়ে মুগ্ধ করেন ভক্তদের।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু। গানটির শিরোনাম ‘চান্দে বসত কইরো কইন্যা’। এর গীতিকার ও সুরকার নাট্য নির্মাতা শিমুল সরকার। অন্যদিকে সংগীতায়োজন করেছেন খ্যাতিমান সংগীত পরিচালক মিল্টন খন্দকার।

লোকায়ত বাংলার এক কল্পিত লোককন্যাকে নিয়ে তৈরি হয়েছে বাবুর এই নতুন গানের প্রেক্ষাপট। ‘চান্দে বসত কইরো কইন্যা, চান্দে বাড়ি ঘর, তোমার সনে আমার পিরিত ইহ জনম পর কইন্যা’- এমন কথার গানটি নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত বাবু।

তিনি জানান, ‘সুযোগ পেলেই নতুন গান করার চেষ্টা করি। দর্শক বরাবরের মতো এই গানটিও লুফে নেবে বলে আমার বিশ্বাস। গানটি তৈরি হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম সৌখিন এন্টারটেইনমেন্টের জন্য। নতুন বছরের শুরুতেই গানের ভিজ্যুয়ালসহ দেখতে পাবেন দর্শক।’

ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইংরেজি ভাষা আয়ত্বের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান
সোনারগাঁয়ে বিএনপির প্রচারপত্র বিলি অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল
মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে জড়ানো রাজনৈতিক ষড়যন্ত্র: আমিনুল হক
প্রকাশ্যে মাথা থ্যাঁতলে হত্যা: ‘ফাইসা গেছি’, বললেন রবিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা