হোয়াইটওয়াশ এড়াতে ৩০৩ রানের টার্গেট দিল ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ১৩:৩৮| আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৪:২৫
অ- অ+

মানুকা ওভালের ব্যাটিং পিচে শুরুটা ভালো না-হলেও হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ঝোড়ো সেঞ্চুরি পার্টনারশিপে অস্ট্রেলিয়ার সামনে বড় রানের টার্গেট রাখল ভারত৷ টপ-অর্ডার ব্যর্থ হলেও বিরাট কোহলির হাফ-সেঞ্চুরি এবং ষষ্ঠ উইকেটে হার্দিক ও জাদেজার অবিভক্ত ১৫০ রানের পার্টনারশিপে নির্ধারিত ৫০ ওভারে ৩০২ রান তুলেছে টিম ইন্ডিয়া৷

এক সময় মনে হয়েছিল আড়াইশো রানের গণ্ডি টপকাতে হিমশিম খাবেন ভারতীয় ব্যাটসম্যানরা৷ কিন্তু হার্দিক ও জাদেজার দুরন্ত ব্যাটিং তিনশো রানের গণ্ডি টপকে যায় ভারত৷ ইনিংসের শেষদিকে অজি বোলারদের নিয়ে ছেলেখেলা করেন এই দুই ভারতীয় অল-রাউন্ডার৷ শেষ ৫ ওভারে কোনো উইকেট না-হারিয়ে ৭৬ রান যোগ করে ভারত৷

সিডনিতে প্রথম দু’টি ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরে নিয়েছে অস্ট্রেলিয়া৷ এদিন কোহলিদের সামনে সম্মান বাঁচানোর ম্যাচ৷ সিরিজ হোয়াইটওয়াশ আটকাতে এই ম্যাচ জিততেই হবে বিরাটদের৷ মানুকা ওভালের ব্যাটিং পিচে টস জিতে প্রথম ব্যাটিং নিলেও বিরাটদের রান তোলার গতি ছিল অত্যন্ত মন্থর৷

এদিন দলে চারটি পরিবর্তন করে ভারত৷ প্রথম দুটি ম্যাচে ব্যর্থ ময়াঙ্ক আগরওয়ালকে বসিয়ে এদিন শুভমন গিলকে থেলায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ শিখর ধাওয়ানের সঙ্গে এদিন ভারতীয় ইনিংস শুরু করেন শুভমন৷ কিন্তু ওপেনিং জুটিতে মাত্র ২৬ রান যোগ করে ভারত৷ ব্যক্তিগত ১৬ রানে প্যাভিলিয়নে ফেরে ধাওয়ান৷

এরপর বিরাট ও শুভমন ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ কিন্তু ব্যক্তিগত ৩৩ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান গিল৷ এরপর অল্প সময়ের ব্যবধানে শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলের উইকেট হারায় টিম ইন্ডিয়া৷ তবে এদিন তাঁর ওয়ান ডে ক্রিকেটে ৬০তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি৷

তবে ব্যক্তিগত ২৩ রানে পৌঁছতেই ওয়ান ডে ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে যান বিরাট৷ সেই সঙ্গে শচিন টেন্ডুলকারের দ্রুততম ১২ হাজার রানের মাইলস্টোনের রেকর্ড ভেঙে ফেলেন কোহলি৷ শচিনের থেকে ৫৮টি ইনিংস কম খেলে এই মাইলস্টোন টপকে যান বিরাট৷ হাফ-সেঞ্চুরি করলেও বড় ইনিংস খেলতে পারেননি ভারত অধিনায়ক৷ ৭৮ বলে ব্যক্তিগত ৬৩ রানে কোহলিকে আউট করেন জোস হ্যাজেলউড।

(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা