কক্সবাজার বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৬:৪৩ | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ১৬:২৫

পর্যটন শহর কক্সবাজারের সর্বপ্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা দাবি করে নিয়োগ বাণিজ্যসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা।

বুধবার সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য মাহবুবা সুলতানা লিখিত বক্তব্যে বলেন, '২০১৩ সালের পর থেকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সুনামের সাথে পরিচালিত হলেও সাত বছর পর নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করে বিশ্ববিদ্যালয় দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হওয়ায় সংখ্যাগরিষ্ঠ ট্রাস্টি সদস্যের মতামতের ভিত্তিতে তাকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর থেকেই তিনি বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা দাবি করে নিয়োগ বাণিজ্য শুরু করেন। এমনকি প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করেন।'

লিখিত বক্তব্যে তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের কোনো দলিলপত্রে সালাহউদ্দিন আহমদের নাম না থাকলেও তিনি বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা দাবি করছেন। তা রীতিমতো অন্যায়।'

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে সালাহউদ্দিন আহমদ কোনো রকম ভূমিকা না রাখায় তাকে সরিয়ে নতুন একজনকে চেয়ারম্যান পদে বসানো হয়। এরপর থেকেই শুরু হয় তার নানা রকম অপকর্ম। ক্ষমতার দাপট দেখিয়ে নিয়োগ বাণিজ্য, ট্রাস্টি বোর্ডের সদস্যদের ভয়-ভীতি দেখানোসহ আমার নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে অভিযোগ দেয়া হলে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই তদন্ত কাজও চলমান রয়েছে।'

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদের এই অপকর্ম থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ট্রাস্টি বোর্ডের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুস সবুর, মাহবুবসহ অন্যরা।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/টিএটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :