দিয়েগো, তুমি অতুলনীয়: পেলে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২০, ১০:২২| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১২:২৩
অ- অ+

ব্রাজিলে চিরাচরিত রীতি হল, প্রয়াতকে তার মৃত্যুর ৭ দিন পরে শ্রদ্ধা জানানো। আর ঠিক সেটাই করলেন পেলে। এক সপ্তাহ আগে প্রয়াত দিয়েগো ম্যারাডোনার জন্য সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা লিখলেন পেলে।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) ইনস্টাগ্রামে ম্যারাডোনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে পেলে লেখেন, ‘আজ ৭ দিন হয়ে গেল, তুমি নেই। অনেক মানুষ আছেন, যাঁরা সারাজীবন তোমার সঙ্গে আমার তুলনা করে এসেছেন। তুমি একজন জিনিয়াস। বিশ্বকে মাতিয়ে দিয়েছিলে। তোমার পায়ে বল মানেই জাদু। তুমি সত্যিকারের কিংবদন্তি। কিন্তু এসব কিছুর থেকেও বড় কথা হল, আমার কাছে তুমি সবসময় একজন খুব ভাল বন্ধু। তোমার হৃদয়টা অনেক বড়।’

পেলে বলেন, ‘আমি জানি, যদি আমরা পরস্পরের এই তুলনা না করে যদি একজন আরেকজনকে শ্রদ্ধা করতাম, তাহলে আজ পৃথিবীটা হয়ত আরেকটু সুন্দর হত। তাই আজ আমি বলতে চাই, তুমি অতুলনীয়।’

‘তোমার পরিচয় তোমার সততা। তুমি তোমার নিজস্ব অনুকরণীয় ভঙ্গিতে আমাদের ভালবাসতে শিখিয়েছ। সঙ্গে এটাও শিখিয়েছ, যত বেশি সম্ভব আমরা যেন ‘আমি তোমাকে ভালোবাসি’ বলতে পারি। কিন্তু তুমি এত তাড়াতাড়ি চলে গেলে যে, আমি আর সেটা তোমাকে বলতে পারিনি। তাই আজ এখানে লিখছি, আই লাভ ইউ, দিয়েগো।’- যোগ করেন পেলে।

(ঢাকাটাইমস/০৪ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা