মাস্ক না পড়ায় ঢাকার রাস্তায় ১২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ১৯:৪৯
অ- অ+
ছবি: সংগৃহিত।

করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ওয়েভ প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। নির্দেশনা অমান্য করে মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ঢাকায় ছয়টি স্থানে মোট ৫৩ জনকে ১১ হাজার ৯০০ টাকা জরিমানা গুনতে হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করে।

শনিবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকার পাঁচটি উপজেলা ও মহানগরের লালবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, মিরপুরসহ মোট আটটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানকালে মাস্ক না পরায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ৫৩ জনকে মোট ১১ হাজার ৯০০ জরিমানা করা হয়েছে।

এছাড়া নাগরিকদের মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে জসচেতনতা বৃদ্ধি ও মাইকিং অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে অভিযানকালে গরিব ও অভাবী মানুষদের মধ্যে মোট ৬০০টি মাস্ক বিনামূল্যে বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন।

এদিকে গত ১৭ নভেম্বর থেকে শনিবার পর্যন্ত ১৯ দিনে এক হাজার ৬৫৯ জনকে মোট তিন লাখ ৮২ হাজার ২৮০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রায় ২১ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/কারই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাঙ্গা সার্কেল অফিস ও ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক
বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু 
ক্যানসার আক্রান্ত শহীদ পরিবারের সন্তান ও নির্যাতিত ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা