নারায়ণগঞ্জের জঙ্গলে ব্যবসায়ীর মস্তকবিহীন লাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জঙ্গল থেকে এক ব্যবসায়ীর মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে খুন করে মাথা নিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত দোকানির নাম মো. বিল্লাল হোসেন (৫২)। তিনি কলতাপাড়া মীরেরটেক গ্রামের মৃত রেহাজউদ্দিনের ছেলে।
সোমবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া মীরেরটেক এলাকায় ওই ব্যবসায়ীর বাড়ির পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের চাচাতো ভাই লোকমান হোসেন জানান, সোমবার রাত ৮টার পর দোকান বন্ধ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন বিল্লাল। তবে রাতে তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন তার মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে সকালে বাড়ির পেছনের জঙ্গলে তার লাশ পড়ে থাকতে দেখেন স্বজনরা। এর পর পুলিশে খবর দেয়া হয়।
সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ নিয়ে তদন্ত চলছে।
(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/কেআর)

মন্তব্য করুন