অলিম্পিকে উড়বে না রাশিয়ার পতাকা!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২০, ০৮:৪৩
অ- অ+

আগামী দুটো অলিম্পিক আসর এবং অন্যান্য বড় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় দু’ বছরের জন্য নাম, পতাকা এবং জাতীয় সঙ্গীত ব্যবহার করতে পারবে না রাশিয়া। ক্রীড়া জগতের সর্বোচ্চ আদালত, কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস বৃহস্পতিবার পুতিনের দেশকে এই নির্বাসন দণ্ড দিল। আগামী দু’ বছর কোনও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন থেকেও রাশিয়াকে আটকে দেওয়া হয়েছে এই রায়ে।

তবে রাশিয়ার খেলোয়াড়রা নাম, পতাকা না ব্যবহার করে আলাদা ভাবে আগামী টোকিও অলিম্পিক্স, বেজিং উইন্টার গেমস, এবং ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে প্রধান শর্ত কোনও রকম মাদক নেওয়া বা মাদক সংক্রান্ত তথ্য লুকনো থেকে বিরত থাকতে হবে। এর আগে বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা) দু’ বছরের জায়গায় চার বছরের নির্বাসনের প্রস্তাব দিয়েছিল। কারণ তাদের হাতে বিকৃত তথ্য তুলে দিয়েছিল রাশিয়ার স্টেট অথরিটি। এর পরেই তদন্তে সমস্ত কারচুপি বেরিয়ে পড়ে।

আদালতের তিন সদস্যের বেঞ্চ জানিয়ে দেয়, জার্সিতে ‘রাশিয়া’ শব্দটি থাকতে পারে, সেক্ষেত্রে ‘নিরপেক্ষ অ্যাথলিট’ বা ‘নিরপেক্ষ দল’ শব্দকেও একই রকম উজ্জ্বল এবং আকারে রাখতে হবে। প্রসঙ্গত, প্রায় এক বছর ধরে তদন্ত চালিয়ে এই রায়ে উপনীত হয়েছে ওয়াডা।

(ঢাকাটাইমস/১৮ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বায়ুমান কেমন রাজধানীর?
দেশের সাত অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ‘অনাহারজনিত মৃত্যু’ দাঁড়াল ২৯ জনে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা