পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ, নাকাল জনজীবন

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২০, ১২:৪৫| আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৩:৩৫
অ- অ+

পঞ্চগড়ে দিনদিন কমছে তাপমাত্রা। বাড়ছে শীত। গত ৬ দিনে ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। কখনো মৃদু কখনো মাঝারি শৈত্যপ্রবাহ বইছে হিমালয় ঘেঁষা জেলা পঞ্চগড়ে।

এদিকে তাপমাত্রা কমার সাথে সাথে বাড়ছে শীতের মাত্রা, অব্যাহত কুয়াশা আর হিমেল বাতাসের কারণে জেঁকে বসেছে শীত। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা শহরেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। দরিদ্র মানুষেরা খরকুঠো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া বর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গত ৬ দিন ধরে তাপমাত্রা নিচের দিকে নেমে যাচ্ছে। শনিবার (১৯ ডিসেম্বর) তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শৈত্যপ্রবাহের কারণে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। একদিকে কাজে সঙ্কট দেখা দিয়েছে, অন্যদিকে কনকনে ঠান্ডায় মাঠে-ঘাটে শ্রম দিতে গিয়ে চরম কষ্ট পোহাতে হচ্ছে। পর্যাপ্ত কাজ না মেলায় অনেকেই খাবার জোগাড় করতে না পেরে পরিবার নিয়ে কষ্টে দিন পার করছেন।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা