হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২০, ১৮:৫৪| আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৯:০৩
অ- অ+
মাওলানা নুরুল ইসলাম জিহাদী (ফাইল ছবি)

কওমি মাদ্রাসাভিত্তিক আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন মাওলানা নুরুল ইসলাম জিহাদী। মাওলানা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে পদটি শূন্য হয়।

শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে হেফাজতে ইসলাম।

নতুন মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল। তিনি এতদিন হেফাজতের নায়েবে আমিরের দায়িত্বে ছিলেন। এছাড়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি, হাইয়াতুল উলইয়ার সদস্য এবং তাহাফফুজে খতমে নবুওয়তের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার বাড়ি চট্টগ্রামে।

নতুন মহাসচিবের নিয়োগের পাশাপাশি সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিধি আরও বাড়িয়ে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়। নতুন সিনিয়র নায়েবে আমির হয়েছেন মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। তিনি এতদিন নায়েবে আমির ছিলেন। এছাড়া ঢাকা মহানগর ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ও সেক্রেটারির নামও ঘোষণা করা হয়েছে।

ঢাকা মহানগরীর সভাপতি করা হয়েছে মাওলানা জুনায়েদ আল হাবীবকে। আর মহাসচিব করা হয়েছে মাওলানা মুহাম্মদ মামুনুল হককে।

আর চট্টগ্রাম মহানগরীর সভাপতি করা হয়েছে মাওলানা হাফেজ তাজুল ইসলামকে এবং মহাসচিব করা হয়েছে মাওলানা লোকমান হাকীমকে।

আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর ১৫ নভেম্বর হেফাজতের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির নির্বাচিত হন। সেই সঙ্গে নতুন মহাসচিব নির্বাচিত হন মাওলানা নূর হোসাইন কাসেমী। ১৩ ডিসেম্বর কাসেমীর ইন্তেকালে শূন্য হয় মহাসচিব পদটি।

উপদেষ্টামণ্ডলীর নতুন সদস্য হয়েছেন, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আব্দুল হক , প্রফেসর হামীদুর রহমান, মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা মুফতি দেলওয়ার হুসাইন, মাওলানা সাআদত হুসাইন, মাওলানা হিফজুর রহমান, মাওলানা মুহসিন আহমদ, মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা মজদুদ্দিন আহমদ, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মুসলিম, মাওলানা শাহাব উদ্দিন।

নতুন নায়েবে আমির হয়েছেন, মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান (বাহাদুরপুর পীর), মাওলানা আব্দুস সবুর (বগুড়া), মাওলানা আফজালুর রহমান (ফেনী), মাওলানা আব্দুল বাছির (সুনামগঞ্জ), মাওলানা আইয়ুব বাবুনগর, মাওলানা মহিউল ইসলাম বোরহান (রেঙ্গা মাদ্রাসা), মাওলানা আব্দুল বাছেত আজাদ (হবিগঞ্জ), মাওলানা আব্দুল হালিম (বরিশাল)।

সংগঠনের চারজন সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন, সহকারী মহাসচিব মাওলানা সাইফুদ্দিন কাসেমী, মাওলানা মুশতাকুন নবী কাসেমী ও মুফতি সাখাওয়াত হোসাইন, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ (ময়মনসিংহ), মাওলানা সানাউল্লাহ মাহমুদী (বরিশাল), মাওলানা রেজাউল করীম (রংপুর), তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা কবি মুহিব খান, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ নাজীব, প্রফেসর ড. শেখ মুহাম্মদ ইউসুফ (ঢাবি), সহকারী অর্থ সম্পাদক মাওলানা সুহাইল সালেহ, সহকারী প্রচার সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দীন ও মাওলানা কামরুল ইসলাম কাসেমী, সহকারী আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ও অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সহকারী সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শফি ও মুফতি জাকির হুসাইন কাসেমী, সহকারী দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি কেফায়াতুল্লাহ আযহারী ও মাওলানা ওমর ফারুক ফরিদী, সহকারী আন্তর্জাতিক সম্পাদক মাওলানা হুসাইন মুহাম্মদ শাহজাহান, মাওলানা ফয়েজ আহমদ ও মাওলানা ওবাইদুল্লাহ, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. শহিদুল ইসলাম ফারুকী, সহকারী ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা জুনায়েদ বিন ইয়াহইয়া।

সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, মুফতি এনামুল হক কাসেমী (বসুন্ধরা), মাওলানা কামরুজ্জামান (ফরিদপুর), মাওলানা আব্দুল হামিদ (কুষ্টিয়া), মাওলানা শব্বির আহমদ (শরীয়তপুর), মাওলানা নজরুল ইসলাম (সিরাজগঞ্জ), মাওলানা সানাউল্লাহ (কামরাঙ্গিচর), মাওলানা ফজলুল করীম রাজু (বগুড়া), মাওলানা নাসিরুল্লাহ (যশোর), মাওলানা আব্দুল আযিয, মাওলানা আবুল কাসেম, মাওলানা আব্দুল কাইয়ুম (নেত্রকোনা), মাওলানা ফজলুর রহমান (গাজীপুর), মাওলানা মনিরুজ্জামান (বায়তুন-নূর), মাওলানা শওকত হোসেন সরকার (নরসিংদী), মাওলানা আব্দুল্লাহ (সাভার), মুফতি দ্বিন মুহাম্মদ আশরাফ (কুমিল্লা), মাওলানা আবু ইউসুফ (কেরানীগঞ্জ), মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মুফতী শেহাব উদ্দিন, মাওলানা আলমগীর মাসউদ (রাউজান), মাওলানা আব্দুল্লাহ (চন্দ্রদিঘলিয়া), মাওলানা হাসান ফারুক (গজারিয়া), মাওলানা মুহাম্মদ সোহেল চৌধুরী, মাওলানা ইউসুফ সাদেক, মাওলানা শোয়াইব চৌধুরী মাওলানা তরিকুল ইসলাম (নওগাঁ), মাওলানা ওহিদুল আলম (উত্তরা), মুফতি আব্দুল মালেক, মাওলানা সালাহ উদ্দিন (মানিকগঞ্জ), মাওলানা আবুল কাসেম (পটুয়াখালী), মাওলানা মনসুর ও নূর মুহাম্মদ।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা