ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২০, ১৬:১৬
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগের বাড়ির সীমানা নিয়ে প্রতিপক্ষের হামলায় বৃহস্পতিবার সকালে এক যুবক নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের পশ্চিমপাড়ার কুদ্দুস মিয়া (৩০) ও তার প্রতিবেশী মহিবুল্লাহ (৫৫) এর বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণ করতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে মহিবুল্লাহ লোকজন নিয়ে কুদ্দুস মিয়ার ওপর হামলা চালালে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য নিয়ে আসার সময় পথিমধ্যে মৃত্যু হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিচুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারণ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা