সাতক্ষীরায় পুত্র-কন্যাসহ দশ দিন ধরে নিখোঁজ গৃহবধূ

বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হবার পর গত দশ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূ শিল্পী রানী ঘোষের। তার সাথে থাকা মেয়ে চুমকি রানী ঘোষ ও ছেলে রুদ্র কুমার ঘোষেরও কোন খোঁজ পাওয়া যায়নি। তাদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এদিকে স্ত্রী ও দুই সন্তানের খোঁজ না পেয়ে পাগলপ্রায় হয়ে উঠেছেন সাতক্ষীরার তালা উপজেলার ধান্দিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের স্বামী দীপংকর ঘোষ।
দীপংকর ঘোষ জানান, তার স্ত্রী শিল্পী (৩৪), বড় মেয়ে চুমকি (১৩) ও ছেলে রুদ্র (৭) তার শ্বশুরবাড়ি তালা উপজেলার খেসরা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে যান গত ২৫ ডিসেম্বর। সেখান থেকে শিল্পী তার ছেলেমেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ঝড়গাছার উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তাদের কাছে থাকা মোবাইল বন্ধ পাওয়া গেছে।
দীপংকর ঘোষ জানান, তিনি তার আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও তাদের সন্ধান পাননি। এ বিষয়ে তার শ্বশুর গোবিন্দলাল ঘোষ তালা থানায় একটি জিডি করেছেন।পুলিশ তাদের খুঁজে পাবার বিষয়ে এখনও কোন ইতিবাচক তথ্য দিতে পারেনি বলে জানান তিনি। এমনকি তাদের ভাগ্যে কি ঘটেছে, তাও নিশ্চিত হওয়া যায়নি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, আমরা জিডির সূত্র ধরে খোঁজাখুঁজি করছি। এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/৪জানুয়ারি/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় ভ্যানচালক নিহত

রাজশাহীতে আনসার সদস্যকে হত্যার ঘটনায় বন্ধু আটক

ফরিদপুরে করোনায় আরো দুইজনের মৃত্যু

হেফাজতের জরুরি বৈঠক

ছেলে হত্যার বিচার চেয়ে উল্টো হয়রানিতে বীর মুক্তিযোদ্ধা

কেরানীগঞ্জে অটোরিকশা দুর্ঘটনায় নারী নিহত

রাজশাহীতে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

হবিগঞ্জে ডাকাত সন্দেহে পিটিয়ে মারা হলো দুজনকে

কথা কাটাকাটির মধ্যেই হৃদয়ের বুকে ছুরি বসিয়ে দেয় সুজন
