ট্রোলের মুখে জুহি চাওলা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২১, ১৬:০১
অ- অ+

ভারতে পরিবেশ দূষণের মাত্রা বাড়তে দেখে হতাশ বলিউড অভিনেত্রী জুহি চাওলা। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে প্রাণভরে নিঃশ্বাস নিতে গিয়ে ধুলো ঢুকে যাচ্ছে তার নাকে মুখে। লকডাউনের সময়টাকে মিস করছেন তিনি। সেসময় ঘরের বাইরে মানুষের চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে পরিবেশ যেন প্রাণ ফিরে পেয়েছিল।

টুইটারে এমন পোস্ট করে নেটিজেনের একাংশের ট্রোলের মুখে পড়েছেন এই নায়িকা। জুহিকে উদ্দেশ্য করে তাদের প্রশ্ন, লকডাউনের সময় দেশের নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের রুজিরুটি বন্ধ হয়ে গিয়েছিল, সে কথা কি ভুলে গেছেন? সে সময় বহু মানুষ কাজের অভাবে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন।

লকডাউনে কেউ কেউ আত্মহত্যা করতেও বাধ্য হয়েছিলেন। নেটিজেনদের প্রশ্ন, সে সব কি জুহি চাওলার মনে পড়ে না?

কেউ কেউ আবার তার মাথার আকাশ আর বস্তি এলাকার মানুষের মাথার আকাশের পার্থক্য বোঝাতে চেষ্টা করেন জুহিকে। বলেন, নায়িকা যে ভাবে থাকেন, একবার বারান্দায় বেরোলে নাকে ধুলো যায়। কিন্তু যারা ধুলোর মধ্যেই বাস করেন, তাদের জীবনটা যাপন করতে পারবেন তিনি?’

ঢাকাটাইমস/২১জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি, বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
দেশের ৭টি অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভোলায় সন্তানের গলায় অস্ত্র ধরে গৃহবধূকে ‘ধর্ষণ’
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা