রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পিকআপচালক খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২১, ১২:২১| আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১২:২৪
অ- অ+

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খোকন মীর (৩০) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার এসআই ওসমান আলী।

যাত্রাবাড়ী কাজলা নয়ানগর এলাকায় পরিবার নিয়ে তিনি ভাড়া বাসায় থাকতেন। তার সাত বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের ভগ্নিপতি ফারুক জানান, খোকন পেশায় পিকআপচালক ছিলেন। রাতে যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে তার গাড়িতে মাছ উঠানো হচ্ছিল। এ সময় পাশেই সিগারেট আনার জন্য গেলে ৫/৬ জন ছিনতাইকারী তার পেটে ছুরিকাঘাত করে।

মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফারুক আরও জানান, ঘটনার সময় খোকনের চিৎকারে আশপাশের লোকজন নিয়ে আমরা তিন ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছি।

এসআই ওসমান আলী জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

খোকনের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাগমারা গ্রামে। তার বাবার নাম শামসুল হক মীর।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা