পিকে হালদারের বান্ধবী তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২১, ১৬:৫৬
অ- অ+

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার তাকে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির করে মানিলন্ডারিং আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন দুদকের আইনজীবীরা। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার বেলা ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক।

দুদক সূত্রে জানা যায়, কমিশনের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৮ ডিসেম্বর তাকে দুদকে তলব করলে তিনি আসেননি।

গত ৪ জানুয়ারি পি কে হালদারের আরেক ঘনিষ্ঠ সহযোগী শংখ ব্যাপারীকে গ্রেপ্তার করে দুদক।

আইএলএফএসএল গ্রাহকদের অভিযোগের কারণে বিদেশে পলাতক আছেন পি কে হালদার। গত ৮ জানুয়ারি তার বিরুদ্ধে ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মামলা করে দুদক।

এরই মধ্যে পি কে হালদারকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

অন্য একটি মামলার রায়ে ২০২০ সালের ৩০ ডিসেম্বর ঢাকার জজ আদালত পি কে হালদারের সব স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা