বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট রিয়াদ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২১, ২১:২১
অ- অ+

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অনুশীলন ম্যাচটি নিজেদের জন্য খুবই ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে বলেও মত প্রকাশ করেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের দুইভাগে বিভক্ত করে আয়োজন করা হয়েছে এই অনুশীলন ম্যাচ। এক দলের নেতৃত্বে ছিলেন মাহমুদউল্লাহ এবং অপরটির নেতৃত্বে ছিলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার অনুশীলন ম্যাচে মাহমুদউল্লাহর দল ৫ উইকেটে তামিমের দলকে পরাজিত করেছে।

অপরাজিত ৫১ রান করে মাহমুদউল্লাহ নিজেই তার দলের এই জয়ে নেতৃত্ব দিয়েছেন। তার দলের পক্ষে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। ২১ রান দিয়ে তামিম একাদশের চারটি উইকেট শিকারের মাধ্যমে সবার নজর কাড়েন এই পেসার।

বৃহস্পতিবার বিকেএসপিতে অনুশীলন ম্যাচের পর মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘শুরুতে বোলাররা সুইং পেয়েছিল। বলতে গেলে এটি ছিল বোলারদের গেম। বোলাররা প্রাপ্ত সুযোগকে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে। দুই দলের বোলাররাই ভালো করেছে। আমি আগেও বলেছি পিচে মুভমেন্ট ছিল। শুরুতে সুইংও কাজ করেছে। যা বোলাররা কাজে লাগিয়েছে।’

নিজের পারফরম্যান্সেও স্বস্তি প্রকাশ করে এই ধারাবাহিকতা ধরে রাখার ইচ্ছা প্রকাশ করে মাহমুদউল্লাহ বলেন, ‘ম্যাচের প্রথমার্ধে উইকেট খুব একটা সহজ ছিল না। যে কারণে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে আসা ব্যাটসম্যানদের লড়াই করতে হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে সেটি সহজ হয়ে আসে। তখনো বোলাররা ভালো বল করেছে। আমিও ভালো ইনিংস খেলেছি, এটিকে ধরে রাখতে চাই।’

ম্যাচে আবারো হতাশ করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেও নিজের হারানো ফর্ম এখনো ফিরে পাননি সাকিব। তবে মাহমুদউল্লাহর মতে এটি ছিল সাকিবের দুর্ভাগ্য। কারণ তিনি রান আউটের শিকার হয়েছেন। মাহমুদউল্লাহ বলেন, ‘তার ভাগ্য খারাপ ছিল। একজন খেলোয়াড়ের গায়ে লেগে বলটি স্টাম্পে আঘাত করেছে। আশা করছি, সাকিব ফর্মে ফিরে আসবে।’

সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের আশাও করছেন মাহমুদউল্লাহ। আগামী ২০ জানুয়ারি শুরু হচ্ছে ওইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিনি বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। আশা করছি, সিরিজে ভালো করব।’

(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে বিদেশফেরত ব্যক্তিরা, দলের নেতাদের মধ্যে ক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা