করোনায় আক্রান্ত উইন্ডিজ লেগ স্পিনার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২১, ১২:২৪| আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১২:২৮
অ- অ+

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আর বেশিদিন নেই। এরই মাঝে দুঃসংবাদ পেল সফরকারীরা। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্যারিবিয়ান লেগ স্পিনার হেইডেন ওয়ালশ। ফলে ছিটকে গেলেন ওয়ানডে সিরিজ থেকে।

ঢাকার প্রথম করোনা পরীক্ষাতেও নেগেটিভই ছিলেন ওয়ালশ। দ্বিতীয় পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। পরে নিশ্চিত হতে আরেকবার করোনা পরীক্ষা হয় তাঁর । সেখানেও পজিটিভ আসায় সঙ্গ নিরোধ অবস্থায় থাকতে হচ্ছে ওয়ালশকে। আবার দুটি করোনা পরীক্ষায় নেগেটিভ না আসা পর্যন্ত এ অবস্থাতেই থাকতে হবে তাকে।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে আগামী ২০ জানুয়ারি। ২২ ও ২৫ জানুয়ারিতে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। আর ফেব্রুয়ারির ৩ তারিখে প্রথম এবং ১১ তারিখ থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

ঢাকাটাইমস/১৫জানুয়ারি/ এমএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা