ভোলায় লঞ্চচাপায় যাত্রীর পা বিচ্ছিন্ন

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২১, ২৩:০০
অ- অ+

ভোলার দৌলতখান উপজেলায় ঢাকাগামী এমভি ফারহান-৫ লঞ্চের চাপায় কোহিনুর (৪০) নামে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত কোহিনুর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. সালাউদ্দিনের স্ত্রী। শনিবার রাত সাড়ে ৮টার দিকে দৌলতখান লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি ফারহান-৫ লঞ্চটি রাতে দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাটে যাত্রী উঠানোর উদ্দেশ্যে ঘাট দেয়। এসময় লঞ্চের বেপরোয়া গতিতে এসে পল্টুনে দাঁড়িয়ে থাকা যাত্রী কোহিনুরকে চাপা দিলে তার বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দৌলতখান হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠায়।

দৌলতখান হাসপাতালের চিকিৎসক ডা. সিফাত জানান, রোগীর বাম পায়ে আঘাত লেগে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাৎক্ষণিক বরিশালে স্থানান্তর করা হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, মহিলাটি লঞ্চে উঠতে গিয়ে আহত হয়েছেন। পরে লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা