বড়াইগ্রামে তিন দিন ধরে ট্রাকচালক নিখোঁজ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২১, ১৭:৩৫
অ- অ+

নাটোরের বড়াইগ্রামে তিন দিন ধরে সুমন আলী (২৮) নামে এক ট্রাকচালক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সুমন চুয়াডাঙ্গা সদর থানার ইসলামপাড়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে।

এ ঘটনায় সোমবার রাতে নিখোঁজ সুমনের ছোট ভাই ইমন আলী থানায় একটি জিডি করেছেন।

গত রবিবার বিকালে সুমন চুয়াডাঙ্গা থেকে একটি ধানের খড় বোঝাই ট্রাক নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে রাত আটটার দিকে বনপাড়া বাইপাস মোড় সংলগ্ন কলাহাটা এলাকায় ট্রাক থামিয়ে সুমন চা পান করেন। পরে সুমন হেলপার আব্দুর রহমানকে গাড়িতে থাকতে বলে টয়লেটে যাবার কথা বলে চলে যান। দীর্ঘ সময়েও তিনি ফিরে না আসায় আব্দুর রহমান বারবার কল দেওয়ার চেষ্টা করেন। তবে সুমনের মোবাইলটি সুইচ অফ থাকায় যোগাযোগ করতে পারেননি। এরপর গত তিনদিন ধরে বনপাড়া এলাকাসহ বিভিন্ন আত্নীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এতে বাবা-মা, স্ত্রী-সন্তান ও স্বজনরা তার সুস্থতাসহ জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

এ ঘটনায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ ব্যাপারে দেশের বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। এছাড়া প্রযুক্তির সহযোগিতায় তাকে উদ্ধারে সব রকম চেষ্টা অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা