অনিলের বিশ্বাসঘাতকতাই বাঁচিয়েছিল মাধুরীর ক্যারিয়ার

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১, ০৯:০৪
অ- অ+

বলিউডের একসময়ের অন্যতম হিট জুটি অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত। পর্দার বাইরেও তাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল খুবই মসৃণ এবং এখনো তেমন। কিন্তু নিজের ছবি হিট হওয়ার জন্য একসময় মাধুরীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন অনিল। তবে তার মাসুলও দিতে হয়েছিল ‘মিস্টার ইন্ডিয়া’কে।

১৯৮৪ সালে ‘অবোধ’ নামে একটি ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল মাধুরীর। তবে ঘটনা ১৯৮৮ সালের। ওই বছর প্রযোজক দাদা বনি কাপুরের সঙ্গে একটি বড় বাজেটের ছবি নির্মাণের পরিকল্পনা করেন অনিল কাপুর। নাম ‘রূপ কি রানি, চোরো কা রাজা’।

এই ছবিতে মাধুরীকে নায়িকা করবেন বলে প্রথমে প্রতিশ্রতি দিয়েছিলেন অনিল। ওই একই বছর তখনকার সবচেয়ে সুপারহিট নায়িকা শ্রীদেবীর সঙ্গে জুটি বেঁধে ব্লকবাস্টার ‘মিস্টার ইন্ডিয়া’ উপহার দেন এই নায়ক। সেসময় শ্রীদেবীর তারকাখ্যাতি অন্য সব নায়িকাদের থেকে উপরে। অন্যদিকে, সেসময় মাধুরীর করা অর্ধ ডজন ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে।

এসব দেখে মাধুরীকে দেয়া কথা ফিরিয়ে নেন অনিল। তার পরিবর্তে ‘রূপ কি রানি, চোরো কা রাজা’ ছবির নায়িকা করেন শ্রীদেবীকে। কিন্তু যে ছবির জন্য মাধুরীকে দেয়া কথার খেলাপ করেছিলেন অনিল, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল তার সেই ছবি। আর এই ঘটনাই বাঁচিয়ে দিয়েছিল মাধুরীর ক্যারিয়ার। কারণ, আরও একটি ফ্লপ ছবির হাত থেকে বেঁচে গিয়েছিলেন মাধুরী।

যদিও বিশ্বাসঘাতকতার পরেও সেই অনিলের সঙ্গে জুটি বেধেই ১৯৮৮ সালে ক্যারিয়ারের প্রথম ব্লকবাস্টার ছবি ‘তেজাব’ উপহার দিয়েছিলেন মাধুরী। এ ছবির পর থেকেই তার ক্যারিয়ার গ্রাফ ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে। একপর্যায়ে তা চলে যায় শীর্ষে। এখনো বলিউডের সফল নায়িকাদের তালিকা করলে মাধুরীর নামটি প্রথম দিকেই লিখতে হবে।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা, দায় স্বীকার আল-কাসাম ব্রিগেডের
ভেষজ করমচা ডায়াবেটিস ও কিডনি রোগ নিরাময় করে
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা