আওয়ামী লীগে পদ পেয়ে উচ্ছ্বসিত ঊর্মিলা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১, ০৯:৪৩| আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৮:২৯
অ- অ+

বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগে পদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। সম্প্রতি তিনি দলটির কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হয়েছেন। গত রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫০ সদস্যের এই উপকমিটি অনুমোদন দেন।

৫০ জনের এই তালিকায় অভিনেত্রী ঊর্মিলার নামও রয়েছেন। অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। ছাত্র বয়সেও রাজনীতিতে সক্রিয় ছিলাম। মহিলা বিষয়ক উপকমিটিতে সদস্য হওয়া আমার জন্য অবশ্যই আনন্দের। আশা করি, নিজের দায়িত্ব যথাযথ পালন করতে পারব।’

ছোটপর্দার এই অভিনেত্রী আওয়ামী লীগের সাবেক অভ্যর্থনা উপকমিটি, সপ্তম জাতীয় কংগ্রেস-২০১৯-এর সদস্য। তার আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও একই বিশ্ববিদ্যালয়ের আওয়ামী আইন ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে: আমিনুল হক
প্রধান বিচারপতির সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা