প্রত্যাবর্তনের ম্যাচে বোলিংয়ে রেকর্ড সাকিবের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১, ১৬:১৮| আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৬:৫৭
অ- অ+

নিষেধাজ্ঞার কারণে এক বছর ক্রিকেটের বাইরে থাকার পর বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ফেরার ম্যাচে ৮ রানে ৪ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন তিনি। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশি বোলারদের মধ্যে এটিই সেরা বোলিং ফিগার।

করোনার কারণে দীর্ঘ দশ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ দল বুধবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে ৩২.২ ওভারে ১২২ রান করে অলআউট হয়ে যায়।

সাকিব আল হাসান ছাড়াও দারুণ বোলিং করেন ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলতে নামা হাসান মাহমুদ। ২৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি। এছাড়া মোস্তাফিজুর রহমান ২টি ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট শিকার করেন।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন সাকিব নিজের প্রথম উইকেটটি শিকার করেন ১৩তম ওভারে। আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। এরপর ১৭তম ওভারে বোলিংয়ে এসে ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন মোহাম্মেদকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব।

১৮তম ওভারে ব্যক্তিগত শূন্য রানে সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন বোনার। ৩৩তম ওভারে সাকিব তার শেষ উইকেটটি শিকার করেন। আলজারি যোসেফকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরান তিনি।

অন্যদিকে, ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলতে নামা হাসান মাহমুদ ৩০তম ওভারে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন। ওভারের প্রথম বলে রভম্যান পাওয়েল ও দ্বিতীয় বলে রেইমন রেইফারকে বিদায় করেন হাসান। ৩২তম ওভারে আকিল হোসেনকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেটটি শিকার করেন তরুণ এই টাইগার পেসার।

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা