দৌলতপুর সীমান্তে হেরোইন, মদ ও ফেনসিডিল উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১, ১৭:৪৭
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, মদ ও ফেনসিডিল উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিজিবি‘র একাধিক টহল দল এ অভিযান চালায়।

বিজিবি ৪৭ ব্যাটালিয়ন সূত্র জানায়, উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন চরচিলমারী এলাকায় পদ্মার চর এলাকা থেকে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও চিলমারী মরারপাড়া থেকে ৭৭ বোতল ভারতীয় মদ, জামালপুর মাঠ থেকে ২০ বোতল মদ ও ৫০ বোতল ফেনসিডিল, উদয়নগর পদ্মার পাড় থেকে ৫০ বোতল মদ ও ৪৯ বোতল ফেনসিডিল, মানিকের চর নামক স্থান থেকে ৯১ বোতল ফেনসিডিল, মুসলিমনগর এলাকা থেকে ৪০০ বোতল ফেনসিডিল ও ৫৪ বোতল মদ এবং মুন্সিগঞ্জ নদীর চর এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, উদ্ধার এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁয়ে বিএনপির প্রচারপত্র বিলি অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল
মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে জড়ানো রাজনৈতিক ষড়যন্ত্র: আমিনুল হক
প্রকাশ্যে মাথা থ্যাঁতলে হত্যা: ‘ফাইসা গেছি’, বললেন রবিন
অকাল মৃত্যু ঠেকাতে তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার জরুরি: ১৯ সংগঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা