সজল বিয়েতে সাক্ষী হলেই সংসার সুখের

ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা আব্দুন নূর সজল। ক্যারিয়ারে নানা বৈচিত্রময় চরিত্রে হাজির হয়ে দর্শকদের বিনোদিত করেছেন তিনি। তাকে দেখা গেছে পাগলের চরিত্রেও। সেই ধারাবাহিকতায় এবার তিনি আসছেন সাক্ষীমানব হয়ে। অর্থাৎ, তিনি কোনো বিয়েতে সাক্ষী হলেই নাকি সেই সংসার সুখের হয়।
এমনই ভাবনা থেকে নাটক নির্মাণ করেছেন নির্মাতা ইশতিয়াক আহমেদ। নাম ‘সাক্ষীমানব’। এর চিত্রনাট্যও লিখেছেন ইশতিয়াক। প্রযোজনায় রয়েছে সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সজল। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।
এর কাহিনিতে দেখা যাবে, সজল বিয়েতে সাক্ষী দিলেই সংসার সুখের হয়। এমন গুজব ছড়িয়ে গেলে সবাই হুমড়ি খেয়ে পড়ে তাকে বিয়েতে সাক্ষী করতে। শহরের নামকরা মাস্তান পর্যন্ত তাকে অপহরণ করে নিয়ে যায় বিয়েতে সাক্ষী দেয়ার জন্য। এই সুযোগ কাজে লাগিয়ে সজলও খুলে বসেন সাক্ষী অফিস।
কিন্তু সমস্যা তখনই বাধে, যখন সজল তার প্রেমিকা ঊর্মিলা শ্রাবন্তী করের বিয়েতে সাক্ষী দিতে যায়। কারণ তারা দুজন-দুজনকে ভালোবাসে। এখন উপায় কী? শেষ পর্যন্ত অভিনেতার এক বন্ধুর চালাকির কারণে সাক্ষীমানব হিসেবে খ্যাত সজলের সঙ্গেই ঊর্মিলার বিয়ে হয়।
‘সাক্ষীমানব’ বিটিভির সাপ্তাহিক নাটক। এর বিভিন্ন চরিত্রে সজল-ঊর্মিলা ছাড়াও অভিনয় করেছেন সেলিম কামাল, তাসমিয়া তামান্না ও শাওন মজুমদার প্রমুখ। নাটকটি বিটিভিতে প্রচারিত হবে আগামী ৩০ জানুয়ারি রাত ৯টায়।
ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এএইচ
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

পাবনা থেকে শুরু শাকিবের ‘অন্তরাত্মা’

মনের মতো ছেলে পেলে যেকোনো সময় বিয়ে: মুনমুন

সাংবাদিক হেনস্তার মামলায় শমী কায়সারকে অব্যাহতি

বিজেপিতে যোগ দিচ্ছেন না ঋতুপর্ণা

গুঞ্জনই সত্যি, মোদির সভায় হাজির মিঠুন

খোলা চিঠিতে বিজেপিকে ধোলাই করলেন সায়নী

এবার জিতে হ্যাটট্রিক করতে চান চিরঞ্জিত

তাপসীর কোলে চড়ে ভাইরাল অনুরাগ

বিজেপির ৫৭ প্রার্থীর তালিকায় নেই কোনো টলিউড তারকা
