ম্যাচসেরা মুশফিক, সিরিজ সেরা সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ২০:০১| আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২০:১৩
অ- অ+

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সোমবার সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১২০ রানে হারিয়েছে টাইগাররা।

এই ম্যাচে ব্যাট হাতে ৫৫ বলে ৬৪ রান করেন মুশফিকুর রহিম। উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়ে নেন চারটি ক্যাচ। যার কারণে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে মুশফিকের হাতে।

অন্যদিকে, সিরিজ জুড়ে দারুণ খেলেছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে ব্যাট হাতে ১১৩ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৬টি উইকেট। তাই সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন সাকিব।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। পরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ৪৪.২ ওভারে ১৭৭ রান করে অলআউট হয়ে যায়।

(ঢাকাটাইমস/২৫ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা