ধামইরহাটে শিশু ধর্ষণ চেষ্টায় মোদি দোকানি আটক

নওগাঁর ধামইরহাটে ১১ বছরের এক শিশু বিস্কুট কিনতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হওয়ার অভিযোগে মো. আব্দুল মমিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে আব্দুল মমিনকে আসামি করে একটি অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে রবিবার তাকে আটক করা হয়।
অভিযুক্ত ওই ব্যক্তি উপজেলার ইসবপুর ইউনিয়নের বৈদ্যবাটি এলাকার লুৎফর রহমানের ছেলে।
থানার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি দুপুরে ওই শিশুটি বিস্কুট কিনতে আসামির বাড়ি সংলগ্ন তার মোদি দোকানে যায়। এসময় ওই দোকান মালিক শিশুটিকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে দোকান ঘরে ঢুকে নেয়। এক পর্যায়ে দোকানের ঝাপ বন্ধ করে আসামি তার যৌন কামনা চরিতার্থ করার উদ্যেশে শিশুটির বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত বুলাতে থাকেন। পরে দোকানের মেঝেতে ফেলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালাতে থাকলে সে আসামির কবল থেকে পালিয়ে যায়।
পরে শিশুটি তার মাকে সবকিছু খুলে বললে তার পরিবার পরদিন থানায় একটি মামলা করেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মমিন জানান, আসামিকে আটক করা হয়েছে এবং মামলার প্রেক্ষিতে আসামিকে হাজতে প্রেরণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

‘বিডিআর হত্যাকাণ্ডের আগে কেন খালেদা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গেলেন?’

চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে ট্রাকচালক গুলিবিদ্ধ

মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তথ্যের সত্যতা যাচাই গুরুত্বপূর্ণ: চসিক মেয়র

পতেঙ্গা সাগর পাড়ের মানুষেরা পাবে সুপেয় পানি

জাতি হিসাবে মর্যাদার জায়গায় গেছি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ধর্ষণের শিকার অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার

ময়মনসিংহে সাংবাদিকদের প্রশিক্ষণ

বেগমগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তি
