ধামইরহাটে শিশু ধর্ষণ চেষ্টায় মোদি দোকানি আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ২২:৫৯
অ- অ+

নওগাঁর ধামইরহাটে ১১ বছরের এক শিশু বিস্কুট কিনতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হওয়ার অভিযোগে মো. আব্দুল মমিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে আব্দুল মমিনকে আসামি করে একটি অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে রবিবার তাকে আটক করা হয়।

অভিযুক্ত ওই ব্যক্তি উপজেলার ইসবপুর ইউনিয়নের বৈদ্যবাটি এলাকার লুৎফর রহমানের ছেলে।

থানার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি দুপুরে ওই শিশুটি বিস্কুট কিনতে আসামির বাড়ি সংলগ্ন তার মোদি দোকানে যায়। এসময় ওই দোকান মালিক শিশুটিকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে দোকান ঘরে ঢুকে নেয়। এক পর্যায়ে দোকানের ঝাপ বন্ধ করে আসামি তার যৌন কামনা চরিতার্থ করার উদ্যেশে শিশুটির বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত বুলাতে থাকেন। পরে দোকানের মেঝেতে ফেলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালাতে থাকলে সে আসামির কবল থেকে পালিয়ে যায়।

পরে শিশুটি তার মাকে সবকিছু খুলে বললে তার পরিবার পরদিন থানায় একটি মামলা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মমিন জানান, আসামিকে আটক করা হয়েছে এবং মামলার প্রেক্ষিতে আসামিকে হাজতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা