যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সামরিক মহড়ার ঘোষণা চীনের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২১, ২১:০২
অ- অ+

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) চীনের জলসীমা নিরাপত্তা কর্তৃপক্ষ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ২৭ থেকে ৩০ জানুয়ারি দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালাবে চীন। তবে সুনির্দিষ্ট কোন জায়গায় কত পরিসরে মহড়া চালানো হবে সে বিষয়ে কিছু বলা হয়নি।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েকদিন পর শনিবার (২২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী জাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্ট দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় ঢুকে পড়ে। এ ব্যাপারে মার্কিন সেনাবাহিনী জানায়, জলসীমার স্বাধীনতা নিশ্চিত করতেই মার্কিন যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে অবস্থান করে ছিল।

চীন সমগ্র দক্ষিণ চীন সাগরের ওপর সার্বভৌমত্ব দাবি করে। অন্যদিকে, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনাই এবং তাইওয়ানও সাগরের পানি দাবি করে। এ নিয়ে সাগরে ক্রমেই চীন-যুক্তরাষ্ট্রের দ্বি পাক্ষিক সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি করছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগরে চীন সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে।

ঢাকাটাইমস/২৬জানুয়ারি/কেআই

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা