নির্বাচনী কার্যালয় পোড়ানো মামলায় সাবেক আ.লীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২১, ১৫:০৪
অ- অ+

ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয় পোড়ানো মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক রেজাউল ইসলাম বাবু তালুকদার বাদী হয়ে নলছিটি থানায় বুধবার সন্ধায় মামলাটি করেন।যাতে গোলাম মোস্তফা ফিরোজসহ নামদারী ২৫ সহ অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তার ফিরোজ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জাকিয়া খাতুন সীমার স্বামী। শহরের সাথীর মোড় নামক স্থানে স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারণার সময় উক্ত মামলার তাকে নলছিটি থানায় ওসি (তদন্ত) হালিম তালুকদার গ্রেপ্তার করেন।

প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে নলছিটি পৌর এলকার তালতলা রাস্তার মোড়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে মামলা রুজু করি। মামলার প্রাধান আসামি গোলাম মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা