উত্তরাঞ্চলে বাড়ছে শীত, কষ্টে ছিন্নমূল মানুষগুলো

সাগর খান, আদমদীঘি (বগুড়া)
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২১, ১৫:১৮

বগুড়ার আদমদীঘি উপজেলাসহ উত্তরাঞ্চলে বাড়ছে শীত। সেইসঙ্গে বাড়ছে সর্দি কাশিসহ নানা ধরনের রোগবালাই। এদিকে, শীতবস্ত্রের দোকানে উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের ভিড় থাকলেও কষ্টে দিন কাটাচ্ছে ছিন্নমূল মানুষগুলো।

গত কয়েকদিন ধরে কনকনে শীতে কাঁপছে পশ্চিম বগুড়াসহ উত্তরাঞ্চলের মানুষ। ওই অঞ্চলের রেলস্টেশন, বাস টার্মিনালসহ বস্তি এলাকার মানুষ অতি কষ্টে দিন পার করছে। অভিযোগ রয়েছে, আদমদীঘিতে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এলাকার কোন বিত্তশালী বা বেসরকারিভাবেও ছিন্নমূলদের মধ্যে শীতবস্ত্র বিতরণের কোন ব্যবস্থা করা হয়নি।

কথা হয় এক ছিন্নমূল সত্তরোর্ধ ভিক্ষুক আব্বাস উদ্দিনের সঙ্গে। তিনি দিনের বেলা ভিক্ষাবৃত্তি করে রাত কাটায় সান্তাহার স্টেশনের প্লাটফর্মে।

তিনি বলেন, ‘আল্লাহ ছাড়া দুনিয়াতে মোর কেহ নাই বারে। দিনতো ভালোই কাটে, রাত আইলেই মোর শরীরে শুরু হয় কাঁপুনি। গেল বার এক সাহেব একখানা কম্বল মোক দিছিল। শীত চলি যাওনের পর হেইডা বেইচ্যা একখান লুঙ্গি কিনছিনু। এবার এহনও কোন সাহেব আহেনি।’

অপরদিকে, প্রচণ্ড শীতে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :