সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৭
অ- অ+

সূচকের বড় উত্থানে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন চলছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন শুরুর পর থেকে বেলা ১টা ২৪ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৭০০ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫৪৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৪৭ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৭৭৪ কোটি ৮২ লাখ ৭৪ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২৭টি কোম্পানির। কমেছে ৩০টির। অপরিবর্তিত রয়েছে ৯০টি কোম্পানির দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। দ্বিতীয় কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৯৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৯টির। কমছে ৪৮টির। আর দর অপরিবর্তিত আছে ৩১টি কোম্পানির শেয়ারের দর।

ৎআলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ২১১ টাকা।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসআই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা