মানিকগঞ্জে ‘নবীন বাহিনী’র হাত থেকে বাঁচতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৮

‘নবীন বাহিনী’ কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, ভূমি দখল ও স্থানীয়দের নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন শেষে স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিলও বের করেন।

মানববন্ধনে ভুক্তভোগী মনোয়ার হোসেন মন্টু, রাশেদ আলী, সুফিয়া বেগম, বিল্টু মিয়া, আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।

তারা বলেন, ‘সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকার নজরুল ইসলাম নবীন সহযোগীদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ভূমিদখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তার অপকর্মের প্রতিবাদ করায় অনেকেই তার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার শিকার হয়েছেন।’

বক্তারা আরো বলেন, ‘নবীন জমিদখলসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত হয়ে কালো টাকার মালিক হয়েছে। সম্প্রতি অবৈধভাবে জমি দখলে বাধা দেওয়ায় তার হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন স্থানীয় মনোয়ার হোসেন মন্টুসহ কয়েকজন। জমি দখলে বাধা দেওয়া মন্টুসহ কয়েকজন তাদের হামলারও শিকার হন। নবীন বাহিনী হামলা করে উল্টো তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’

তবে নবীন এসকল অভিযোগ অস্বীকার করেছেন।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :