হাইকোর্টের আদেশ স্থগিত, চাঁদপুর সদর উপজেলার ভোটে বাধা নেই

চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিতের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। এই আদেশের ফলে দ্বিতীয় ধাপে আগামী ২১ মে চাঁদপুরের সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ ও ব্যারিস্টার আশফাকুর রহমান।
এর আগে, চাঁদপুর সদর উপজেলা নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সেখানকার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা। রিটের শুনানি নিয়ে সদর উপজেলার নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করে ইসি।
(ঢাকা টাইমস/২৯এপ্রিল/প্রতিনিধি/এসআইএস)

মন্তব্য করুন