শিমুলিয়া এখন ‘ইউটিউব গ্রাম’!

এম মনিরুজ্জামান, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৬
অ- অ+

অন্য কোনো দেশ নয়, বাংলাদেশেরই একটি গ্রামের নাম ইউটিউব! অবাক হয়েছেন নিশ্চই? বিশ্ব যখন প্রযুক্তির ছোঁয়ায় হাতের মুঠোয়, তখন গ্রাম, শহর বা এলাকার নাম তার আদলে হতেই পারে। কুষ্টিয়া জেলার খোকসা থানায় চিরসবুজে ঘেরা বিশুদ্ধ বাতাসে পরিপূর্ণ শান্ত ও ছোট্ট গ্রামটির নাম শিমুলিয়া। এই গ্রামটি এখন অনেকে কাছেই ‘ইউটিউব গ্রাম’ নামে পরিচিতি পাচ্ছে।

গ্রামের কিছু মানুষের পরিচালিত ‘অ্যারাউন্ড মি বিডি’ নামে একটি ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে গ্রামীণজীবন বিশেষত রান্নাবান্নাকে তুলে ধরা হচ্ছে বিশ্ব দরবারে। গ্রাম্য ধারায় শত শত মানুষের জন্য বেশ আয়োজন করে রান্না করা হয়।

এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াই শৈল্পিকভাবে ভিডিওতে তুলে ধরা হচ্ছে। রান্নার এই ভিডিওগুলোতে নেই কোনো উপস্থাপনা, নেই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক। প্রত্যন্ত গ্রাম থেকে ভিডিওগুলোর প্রত্যেকটির শুরু থেকে শেষ অব্দি উপভোগ করেন উৎসুক দর্শক। রান্নাকে ঘিরেই যেন উৎসবের আমেজ নামে পুরো গ্রামে।

বর্তমানে অ্যারাউন্ড মি বিডির সাবস্ক্রাইবার ২৩ লাখ ৩০ হাজারেরও বেশি। আয়োজন করে রান্নার পর গ্রামের শত শত মানুষকে বিনামূল্যে সেই খাবার পরিবেশন করা হয়।

এখানেই শেষ নয়, গ্রামীণ জিনিসপত্র দিয়ে খোকসার শিমুলিয়াতে তৈরি করা হয়েছে একটি থিমপার্ক। এই পার্ক কীভাবে তৈরি করা হয়েছে তা নিয়েও ভিডিও রয়েছে। সহজ, সরল গ্রামীণ জীবনে আনন্দ দিতে গেলে নিজেদের চেষ্টায় যতটা করা সম্ভব, সবই যেন করা হচ্ছে এই ‘ইউটিউব গ্রামে’।

পৃথিবী বিখ্যাত ফুড রিভিওয়ার সানি বছরখানেক আগে ইউটিউবে অ্যারাউন্ড মি বিডির খোঁজ পান। সুদূর আমেরিকা থেকে তিনি বাংলাদেশে আসেন তাদের সঙ্গে দেখা করতে। তার আগমন উপলক্ষে মহিষ জবাই করে চার হাজার মানুষকে খাওয়ানো হয়। সঙ্গে ছিলেন বাংলাদেশের বিখ্যাত ফুড রিভিওয়ার, টিভি অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও আরেক বিখ্যাত ফুডরিভিওয়ার রাফসান দ্য ছোটভাই।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা