পৌনে দুই কোটি টাকা আত্মসাৎ

ইউসিবি ব্যাংকের বিয়ানীবাজার শাখার সাবেক ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৮
অ- অ+

গ্রাহকদের স্বাক্ষর জাল করে এফডিআরের বিপরীতে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে সিলেটের বিয়ানীবাজার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সাবেক শাখা ব্যবস্থাপক মো. শাহাদত আবেদীন সিরাজীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

গতকাল সোমবার রাতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

মামলার অভিযোগে বলা হয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের বিয়ানীবাজার শাখার সাবেক শাখা ব্যবস্থাপক মো. শাহাদত আবেদীন সিরাজী গ্রাহকদের স্বাক্ষর জাল করে তিনটি এফডিআরের বিপরীতে লিয়েন মার্ক করে প্রকৃত গ্রাহকদের অজ্ঞাতসারে এসওডি ঋণ হিসাব সৃষ্টি করে ১ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৬৯৪ টাকা আত্মসাৎ করেন।

মামলার এজাহারে বলা হয়, ব্যাংকটির এই শাখা ব্যবস্থাপক প্রকৃত গ্রাহকদের অজ্ঞাতসারে এসওডি ঋণ হিসাব সৃষ্টি করে করে তাদের নামে বিপুল টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করার অপরাধে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/ সহ ১৯৪৭ সালের ৫ (২) ধারায় মামলা করে দুদক।

ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এসআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একই ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে মামলা: কার চাপে মামলা নিল খুলশী থানা?
সংস্কারের কথা সবার আগে আমরাই বলেছি: মির্জা ফখরুল
গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় জনতা ব্যাংকে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা