ঢাকা বারের দ্বিতীয় দিনের ভোট চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৭| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:১০
অ- অ+

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২১-২২ সেশনের কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে দ্বিতীয় দিনের ভোট চলছে।

আইনজীবী সমিতি ভবনে বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হবে গণনা।

এর আগে গতকাল বুধবার প্রথম দিনের মতো ভোট গ্রহণ করা হয়। গতকাল ভোট দিয়েছেন ৩ হাজার ৯৮৮ জন।

ঢাকা আইনজীবী সমিতিতে ২৫ হাজার ২০০ জন আইনজীবী সদস্য রয়েছেন। যার মধ্যে ১৭ হাজার ৫৬৫ জন এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে সিনিয়র আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। তার অধীনে ১০ জন কমিশনার ও ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন সম্পন্নের জন্য কাজ করছেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেলের সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু।

নীল প্যানেলের সভাপতি পদে লড়ছেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মোসলে উদ্দিন জসিম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট খোন্দকার মো. হযরত আলী।

সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে শ্রী প্রাণ নাথ, ট্রেজারার পদে এ কে এম আরিফুল ইসলাম কাওছার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এ এম মনিরুজ্জামান তারেক, লাইব্রেরি সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক পদে সাইলা পারভীন পিয়া, অফিস সম্পাদক পদে জাকির হোসেন লিংকন, ক্রীড়া সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে এ এস ইমরুল কায়েশ।

সদস্য পদে রয়েছেন মো. বাহারুল ইসলাম বাহার, সুলতানা রাজিয়া রুমা, এ বি এম ফয়সাল সারোয়ার ও ইমতিয়াজ আহমেদ প্রিন্স। নতুন প্রার্থী গোলাম ইমন হোসেন, জুয়েল চন্দ্র মাদক, মো. আহসান হাবিব, মো. মহিদ উদ্দিন মহিন, মো. জাকির হোসেন, সাজিদা সুলতানা পম্পি ও সুলতানা রোজারিও।

নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে গতবারের পরাজিত প্রার্থী কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে গতবারের পরাজিত প্রার্থী মো. আনিসুর রহমান আনিস, কোষাধ্যক্ষ পদে নতুন প্রার্থী আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে নতুন প্রার্থী মো. আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক পদে নতুন প্রার্থী মোহাম্মাদ আনিসুজ্জমান আনিস, লাইব্রেরি সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদক পদে নতুন প্রার্থী নারগিস পারভীন আলিজা, ক্রীড়া সম্পাদক পদে নতুন প্রার্থী মো. নাসির উদ্দিন ও সমাজকল্যাণ সম্পাদক পদে নতুন প্রার্থী মো. মিজানুর রহমান মিজান।

নীল প্যানেলের সদস্য পদে রয়েছেন- মোহাম্মদ আনোয়ার পারভেজ (শামীম), এম আর কে রাসেল, মো. হোসনী মোবারক ও বাবুল আক্তার বাবু, নতুন প্রার্থী মো. সোহাগ হাসান রনি, মো. রাশেদ তপন, মোসা. তাসলিমা আক্তার, মো. ইয়াকুব আলী, রেজাউল ইসলাম, এস এম কবিরুজ্জামান ও দেওয়ান ইমদাদুল আলম ইমন।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা