আর্মেনিয়াকে হুঁশিয়ারি আজারবাইজানের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:০০
অ- অ+

আর্মেনিয়ায় সেনা অভ্যুত্থানের গুঞ্জনের মধ্যে দেশটিকে প্রতিশোধমূলক চিন্তা না করার বিষয়ে সতর্ক করেছে আজারবাইজান। গত বছরের নভেম্বর নাগার্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধ সংগঠিত হয়। ওই যুদ্ধে আজেরিদের কাছে আর্মেনিয়ার বেশ কিছু অঞ্চল হারায়।

বৃহস্পতিবার আর্মেনিয়ার সেনাবাহিনী প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে পদত্যাগের আহ্বান জানায়। এরপর প্রধানমন্ত্রী সেনাঅভ্যুত্থানের আশঙ্কার কথা জানিয়ে ফেসবুকে সমর্থকদের রাজপথে নেমে আসার আহ্বান জানান।ৎ

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, ‘নাগার্নো কারবাখের যুদ্ধ শেষ হয়েছে। এখন কেউ যদি প্রতিশোধমূলক চিন্তা-ভাবনা করে তাহলে সে আমাদের আঘাত দেখবে। আজারবাইজানের ধৈর্য্যের পরীক্ষা নেয়া উচিত হবে না মন্তব্য করে তিনি বলেন, আমাদের যেসব নাগরিক স্বাধীন ভূমিতে ফিরবে তাদের প্রতি আমরা কোনো ধরনের হুমকি বরদাস্ত করবো না।’

এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আর্মেনিয়ায় অভ্যুত্থান প্রচেষ্টার নিন্দা জানিয়েছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতার পদত্যাগ চাওয়া সেনাবাহিনীর জন্য অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন মেভলুত কাভুসোগলু। তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী বুদাপেস্টে এক সংবাদ ব্রিফিংয়ে আরও বলেন, আমরা যেকোনো ধরনের অভ্যুত্থান প্রচেষ্টা কিংবা অভ্যুত্থানের বিপক্ষে সেটা বিশ্বের যেকোনো জায়গায়। উল্লেখ, গত বছরের নভেম্বরে আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে তুরস্ক সরাসরি আজারবাইজানকে সমর্থন দেয়।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা