মাদারীপুরে দুই পৌরসভায় মেয়র পদে আ.লীগের জয়

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৪
অ- অ+

মাদারীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খালিদ হোসেন ইয়াদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২২ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জাহান্দার আলী জাহান পেয়েছেন ৫ হাজার ২৫৬ ভোট।

অন্যদিকে শিবচর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওলাদ হোসেন খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মাদারীপুর পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২, ৩নং ওয়ার্ডে সাইয়েদা সালমা, ৪, ৫, ৬নং ওয়ার্ডে বিনু বেগম এবং ৭, ৮, ৯নং ওয়ার্ডে লিজা আক্তার লোপা বিজয়ী হয়েছেন। এছাড়াও কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে এনায়েত হোসেন মৃধা, ২নং ওয়ার্ডে সাইদুল বাসার টফি, ৩ নং ওয়ার্ডে রাজিব মাহমুদ কাওছার, ৪নং ওয়ার্ডে সিরাজুল আলম খান, ৫নং ওয়ার্ডে রেজাউল হক বেপারী, ৬নং ওয়ার্ডে সিদ্দিক রহমান তালুকদার, ৭নং ওয়ার্ডে হাই বেপারী, ৮নং ওয়ার্ডে বিএম আবুল বাসার বেপারী এবং ৯ নং ওয়ার্ডে আয়ুব খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান এই ফল ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
মধুমতি নদীতে জেলেকে পিটিয়ে হত্যা, মামলার এজাহারনামীয় আসামি সানি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা