রংপুরে আগুনে পুড়ল ১৬টি গুদাম ঘর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ০৯:১৭| আপডেট : ০২ মার্চ ২০২১, ১২:১১
অ- অ+
ছবি: সংগৃহীত

রংপুর নগরীর জামাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের ভেতরে থাকা ১৬টি গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে জামাল মার্কেটে হঠাৎ আগুন লাগে। পরে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আশপাশে থাকা কয়েকজন আগুন দেখতে পেয়ে রংপুর দমকল বাহিনীকে খবর দেয়। পরে রংপুর ও হারাগাছ থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে দুই ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিসে উপপরিচালক অহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আগুন লাগার পরই ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজে অংশ নেয়। দুই ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি তিনি। এছাড়া আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কয়েকজন ব্যবসায়ী জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তারা মালামাল জমা করে রেখেছিলেন। কিন্তু ভয়াবহ আগুন মুর্হর্তের মধ্যেই তাদের নিঃস্ব করে দিয়েছে। সবকিছু হারিয়ে তারা এখন পথে বসেছেন।

ঢাকাটাইমস/২মার্চ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা