নাইজেরিয়ায় ৩১৭ স্কুলছাত্রীকে মুক্তি দিল অপহরণকারীরা

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ১২:২৭| আপডেট : ০২ মার্চ ২০২১, ১২:৪৩
অ- অ+

নাইজেরিয়ায় অপহরণের শিকার হওয়া তিন শতাধিক স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। গত শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ জামফারার একটি আবাসিক স্কুল থেকে এসব ছাত্রীকে অপহরণ করা হয়েছিল।

জামফারার গভর্নর বেলো মাতাওয়াল্লির বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা ও রয়টার্স। গভর্নর মঙ্গলবার জানিয়েছেন, শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে নিরাপদে রয়েছে। তাদের মুক্তির জন্য কোনো মুক্তিপণ দিতে হয়নি।

বেলো মাতাওয়াল্লি বলেন, ‘আজ আমরা শুক্রবার অপহৃত হওয়া শিশুদের পেয়েছি। আমি একটি শান্তি চুক্তি শুরু করেছি, যা ইতিবাচক ফল দিয়েছে। কাউকে কোনো মুক্তিপণ প্রদান করা হয়নি।’

রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার মধ্যরাতে ৩১৭ ছাত্রী অপহৃত হয়েছিলেন। তারা জামফানের জঙ্গব শহরের একটি সরকারি বালিকা বিজ্ঞান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। একটি সশস্ত্র দল তাদের অপহরণ করে।

তবে ছাত্রীরা মুক্তি পেলেও কোন গোষ্ঠী তাদেরকে অপহরণ করেছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। নাইজেরিয়ার ওই অঞ্চলের একাধিক সশস্ত্র দল প্রায়ই মুক্তিপণের জন্য স্কুলছাত্রীদের আটক করে।

ঢাকাটাইমস/০২মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা