আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২১, ০৯:৫৮| আপডেট : ০৩ মার্চ ২০২১, ১১:২৪
অ- অ+

আফগানিস্তানে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে আততায়ীরা। দেশটির জালালাবাদে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া তিন নারী সাংবাদিকই স্থানীয় টেলিভিশন চ্যানেল এনিকাস টিভিতে কাজ করতেন। খবর রয়টার্সের।

খবরে জানানো হয়েছে, কিছুদিন ধরে আফগানিস্তানে শহুরে পেশাজীবীরা চোরাগোপ্তা হামলায় হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এই তিন নারী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে হামলার মুখে পড়েন। আততায়ীরা তাদের মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে কেউ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তালেবানও।

গত কয়েক মাসে আফগানিস্তানে বেশ কয়েকজন সাংবাদিক, সুশীল সমাজের কর্মী এবং সরকারি মধ্যম পর্যায়ের কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এদের অনেকের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।

এসব ঘটনায় আফগানিস্তান সরকার ও বিদেশি প্রতিষ্ঠানগুলো তালেবানের ওপর দায় চাপালেও তারা বরাবরই এসব ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে।

ঢাকাটাইমস/০৩মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মহাপরিচালক
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা