চিলমারীতে ২২০ ইয়াবাসহ একজন আটক
কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ০৩ মার্চ ২০২১, ১৪:২৫| আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৫:০১

কুড়িগ্রামের চিলমারীতে ইয়াবাসহ খায়রুল ইসলাম (৪৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে উপজেলার শামচপাড়া এলাকা থেকে ২২০টি ইয়াবাসহ আটক করে চিলমারী মডেল থানা পুলিশ।
গোপন সংবাদে পুলিশ পরিদর্শক (এসআই) আহসান হাবিবের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করা হয় খায়রুলকে। তিনি দীর্ঘদিন থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে চিলমারী মডেল থানার তদন্ত কর্মকর্তা প্রাণকুমার কৃষ্ণ জানান, মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩মার্চ/পিএল)

মন্তব্য করুন