১৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র সাঈদ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০২১, ১৭:১২

নওগাঁর ধামইরহাটে আবু সাঈদ (১২) নামে এক মাদ্রাসাছাত্রের নিখোঁজের ১৫ দিনেও কোন সন্ধান মেলেনি। নিখোঁজ আবু সাঈদ উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের হাফিজ উদ্দিন বাবুর ছেলে।

আবু সাঈদ গত ১৯ ফেব্রুয়ারি মাদ্রাসায় যাবার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে ২৫ ফেব্রুয়ারি তার পরিবার থেকে মহাদেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন বিকালে আবু সাঈদ (১২) এবং প্রতিবেশী মো. মোমিন (১১) দুজন মিলে বাস যোগে মহাদেবপুর থানার মাতাজী পয়নারী হাফেজিয়া মাদ্রাসায় আসার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে বাস থেকে নেমে সহপাঠী মো. মোমিন মাদ্রাসায় চলে যায় এবং আবু সাঈদ টুপি, গামছা কেনার কথা বলে পাশের মাতাজীহাটে যায়। পরে হাট থেকে সে আর মাদ্রাসায় যায়নি এমনকি পরিবার আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ করার পরেও কোন সন্ধান মেলেনি।

আবু সাঈদ এবং প্রতিবেশী মো. মোমিন তারা উভয়ই ওই মাদ্রাসার ছাত্র ছিলেন। নিখোঁজ আবু সাঈদের পিতা হাফিজ উদ্দিন বাবু মহাদেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে ১৫ দিনেও ছেলের কোন খোঁজ-খবর না পাওয়ায়, মা ও পরিবারের সদস্যরা বিছানায় শয্যাশায়ী অবস্থায় ছেলের সন্ধানের অপেক্ষার প্রহর গুনছেন।

পরিবার জানায়, নিখোঁজ আবু সাঈদের গায়ের রঙ ফর্সা, উচ্চতা প্রায় ৪ ফুট ২ ইঞ্চি পরনে সাদা রঙের পাঞ্জাবি, পায়জামা ও টুপি পরা ছিল। তার সন্ধান দিতে পিতা হাফিজ উদ্দিন বাবুর মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়। মোবাইল নং-০১৭৯৯-৬২৩৪৩৭।

এ বিষয়ে মহাদেবপুর থানার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :