বাংলাদেশ গেমসে নারীদের ক্রিকেট ইভেন্ট শুরু শনিবার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২১, ২০:১০
অ- অ+

আগামী ১ এপ্রিল শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। তবে আগামীকাল (শনিবার) থেকেই শুরু হচ্ছে নারীদের ক্রিকেট ইভেন্ট। প্রথম দিন মুখোমুখি হবে বাংলাদেশ লাল দল ও নীল দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী ম্যাচটি মাঠে গড়াবে। ক্রিকেট ইভেন্ট উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিবর্ষ’এর অংশ হিসেবে এবারের আসর ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’ নামে অনুষ্ঠিত হচ্ছ্। আসরের শিডিউল গত বছর থাকলেও করোনা পরবর্তী পরিস্থিতির কারণে পিছিয়ে আগামী ১ এপ্রিল থেকে এর যাত্রা শুরু হবে।

আগামী ১ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ গেমসের বিভিন্ন ইভেন্ট। তখন দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের সাথে বাংলাদেশের মেয়েদের খেলা থাকবে। তাই ক্রিকেট ইভেন্টটা আগেই অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম বাংলাদেশ গেমসের অংশ হয়েছে ক্রিকেট।

ইতোমধ্যে বাংলাদেশ গেমসে অংশ নিতে যাওয়া তিনটি নারী দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডগুলো বাংলাদেশ নারী জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দল নিয়ে গঠিত হয়েছে। বাংলাদেশ লাল, বাংলাদেশ সবুজ ও বাংলাদেশ নীল নামে দলগুলো গেমসে অংশ নিবে।

প্রতিটি দল দুইটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সামনে থাকায় প্রস্তুতির সুবিধার্থে ৫০ ওভারেই হচ্ছে এবারের ম্যাচগুলো। সেরা দুই দল ফাইনাল খেলবে। আগামী ১২ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/৫ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা